কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে ব্যবসায়ী ও ইজারাদারের মধ্যে মত বিরোধ দেখা দিয়েছে। শনিবার সকালে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এমপি মোঃ রশীদুজ্জামানের নির্দেশক্রমে কপিলমুনি ইউপি পরিষদে বসে সালিশি বৈঠক। এসময় কসমেটিক পট্রির ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ইজারাদার কর্তৃক নানা প্রতিবন্ধকতা ও অসঙ্গতির বিষয় বৈঠকে তুলে ধরেন। তৎ মূহুর্তে ইজারাদার সোহাগের সাথে কসমেটিক ব্যবসায়ী শেখর চন্দ্র সাধুর ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের হস্থক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখ সমারে ইজারাদার সোহাগ ইচ্ছামত দোকান বসিয়েছে। যার কারণে আমাদের ব্যবসা পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘদিনের ব্যবসার লাইফে এটাই প্রথম ইজারাদার কৃর্তক হয়রানী স্বীকার হতে হচ্ছে আমাদের। কোন ইজারাদার বাজারে ফুটপাতের জায়গা দখল করে দোকান বসাতে পারে এটা আমাদের বোধ গম্য নই? আমাদের জানামতে, একজন ইজারাদার হাট বাজার পরিস্কার থেকে শুরু রেখে ব্যবসায়ীদের নানা সুখ দুঃখের সারথি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেখানে কপিলমুনি বাজারের ইজারাদারের ভূমিকা ভিন্নতর। যেটা আমাদের স্থানীয় ব্যবসায়ীদের জন্য কখন কাম্য নই। প্রতি বছর বছর ইজারাদার পরিবর্তন হতে পারে। কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ইচ্ছা করলে রাতারাতি পরিবর্তন ও পরিবর্ধন করা সম্ভব নয়। পরিশেষে উপরোক্ত সালিশি বৈঠকের কর্ণধার কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কওছার আলী জোয়ার্দ্দার বলেন, দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজার ব্যবসায়ীদের সাথে কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটতে পারবেনা। এখানে সকল শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে, নিরাপদে সুন্দর পরিবেশে তাদের নিজ নিজ ব্যবসা পরিচালনা করবে। ইজারাদার ও কসমেটিক ব্যবসায়ী সাথে যে মতপার্থক্যে দেখা দিয়েছে সে বিষয়ে সুষ্ঠ সমাধান করা হয়েছে। পূর্ব থেকে যে সকল ব্যবসায়ী ফুটপাতে বসে ব্যবসা করছে তারা সেখানে বসবে। কিন্তু তাদের সংকীর্ণ পরিসরে বসতে হবে। ফুটপাত পর্যায়ে ব্যবসার প্রসারতা বৃদ্ধি করা যাবেনা। তেমনি ফুটপাত দখল করে আর কোন নতুন ব্যবসায়ী বসানো যাবেনা। পথচারীদের চলাচলের বিষয়টিও সকলকে মাথায় রাখতে হবে। পাশাপাশি কসমেটিক পট্রিতে অবস্থিত স্থায়ী ব্যবসায়ীদের সাথে ফুটপাত ব্যবসায়ীদের সৌহার্দ্য পূর্ণ ব্যবহার থাকা বাঞ্জনীয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সহকারী সচিব নারান চন্দ্র দাশ, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, কপিলমুনি কসমেটিক ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশ, অজয় সাধু, কাঁচামাল ব্যবসায়ী আবু বক্কর শেখ ও রাম প্রসাদ সাধুসহ সকল কসমেটিক ব্যবসায়ীবৃন্দ।