বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্যবসা করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা নয়: অর্থ উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাই ব্যবসায়ীরা ব্যবসা করবেন। তবে অতিরিক্ত লাভ বা মুনাফা না করুক। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা পণ্য সরবরাহ নিশ্চিত করতে চাই। আজকে আমরা সার, সয়াবিন তেল, চাল, মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছি। এতে করে সয়াবিন তেলের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত যতো ধরনের নিত্যপণ্য আছে চাল, ডাল, ছোলা, তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিত করে মোটামুটি চেষ্টা করছি বাজারটা আরেকটু সহনীয় রাখতে। তবে একটু সময় লাগবে৷ বাজারে এখনও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যাচ্ছে সেটা ২০০ টাকার ওপরে দাম নিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারের বিষয়ে আমাদের একটু গ্যাপ আছে। যেদিন দাম আট টাকা বাড়ানো হলো তার পরের দিন সরবরাহ অনেক কমে গেছে। ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছে আট টাকা বাড়ানো হয়েছে আরও হয়তো বাড়বে৷ আজকে আমরা সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছি। আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক। ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আছে যে বাজারে মনিটরিং হচ্ছে না সেজন্য দাম বাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং হচ্ছে না, বিষয়টা কিন্তু এমন নয়। অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়টা জায়গায় যেতে পারে৷ কিছু দিন আগে আমি পাবনা গেলাম সেখানেও একই অবস্থা। ডিসিদেরকে কমিটি গঠন করে দিয়েছি। তারা বাজ যতক্ষণ রাজারে থাকেন ততক্ষণ ঠিক থাকে৷ চলে এলে যে সেই অবস্থা। এজন্য ভোক্তাদেরকে সচেতন হতে হবে। বাইরের দেশগুলো কিন্তু ভোক্তারা সচেতন৷ তারা অভিযোগ করে। তাহলে ব্যবসায়ীদের সিন্ডিকেট কি অনেক বেশি শক্তিশালী এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী। ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ব্যবসায়ী, মাঝারি, আমদানিকারক, সরবরাহকারী, এজেন্ট আছে এটা একটা কমপ্লেক্স। যেটা ভাঙ্গা সহজ না। তিনি বলেন, বাজারে রমজানের সময় পণ্যের কোনো ঘাটতি হবে না। এজন্যইতো এতো কিছু আমদানির অনুমতি দিলাম। রোজায় কিন্তু আমাদের সংগ্রহ বাড়াতে হবে। আমরা প্রতিনিয়তই সেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের যে অভিযান পরিচালনা করা হয় সেটা খুচরা পর্যায়ে কিন্তু মিলগেটে কোনো অভিযান আমরা দেখতে পাই না, সে ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এতো জায়গায় অভিযান চালিয়ে সবাইকে যদি আমরা একসঙ্গে ধরি, তাহলে দেখবেন যে বাজারে এর থেকে আরও বেশি প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com