এফএনএস বিদেশ : ইউক্রেনে সামরিক অভিযানে চাহিদা পূরণ না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন তার আট জেনারেলকে বরখাস্ত করেছেন বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভের প্রতিরক্ষা প্রধান ওলেকসি দানিলোভ এমন দাবি করেছেন। ওলেকসি দানিলোভ বলেন, রাশিয়ার সিরিজজুড়ে বিব্রতকর পরাজয়ের দুর্বল কৌশলের জন্য দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ‘ফায়ারিং লাইনে’ আছে। খবর নিউইয়র্ক পোস্টের। তিনি বলেন, ‘রুশ ফেডারেশনে কী ঘটছে, তা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। আরও যা বলতে পারি, তা হচ্ছে, তারা বেপরোয়া হয়ে গেছে। এফএসবি নিরাপত্তা বাহিনীর ওপরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন পুতিন। এই বাহিনী থেকেই তিনি গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন।’ গত ২৪ ফেব্র“য়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গতকাল রোববার রুশ হামলা ১৮তম দিনে গড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন দুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের ভাষ্যমতে, প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন বাহিনী। এর মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা পরামর্শক সংস্থার প্রধান ওলেকসি দানিলভ বললেন, দুর্বল রণকৌশল ও কয়েক দফায় রাশিয়ার লজ্জাজনক হারের কারণে পুতিন এ পর্যন্ত আট সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন।