রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্যাংকার নলতার সুমন সড়ক দুর্ঘটনায় নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সড়ক দুর্ঘটনায় আহছান হাবিব সুমন (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আহসান হাবিব সুমন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফের আবুল কাশেমের ছেলে ও আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার। ঘটনার বিবরণে জানা যায়, আহছান হাবীব সুমন সোমবার বিকাল ব্যাংকের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। স্টার ফিলিং স্টেশনের সামনে পৌছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আহছান হাবীব সুমনকে স্থানীয়রা প্রথমে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরী ভিত্তিতে যশোরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসারত অবস্থায় পরস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, ভাই, ১ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে যানাজা শেষে দাফন করা হয়েছে। দক্ষ ও সদালাপী ব্যাংক ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুতে এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com