শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্প কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক জনগণের দুঃসময়ে বিলাসিতা, ইরানে এবার ডেপুটি প্রেসিডেন্ট বরখাস্ত টিকটককে যুক্তরাষ্ট্রে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প দুই দিনে বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর ৫৩৬ বিলিয়ন ডলার লোকসান ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বৃদ্ধি, যুদ্ধবিরতির আলোচনা স্থগিত মিয়ানমারে ভ‚মিকম্পে মৃতের সংখ্যা ৩৩০০ ছাড়িয়েছে, সাহায্যের আহŸান জাতিসংঘের গাজায় তাÐব আরও বাড়িয়েছে ইসরায়েল, ভোর থেকে ৩০ জনকে হত্যা ব্যাটারের কাছাকাছি উদ্যাপনে পাওয়া শাস্তির ডাবল পেলেন দূরে করে সমর্থকদের দিকে তেড়ে গেলেন খুশদিল শাহ

ব্যাটারের কাছাকাছি উদ্যাপনে পাওয়া শাস্তির ডাবল পেলেন দূরে করে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস স্পোর্টস: আইপিএলের চলতি আসরে মাঠে কিছুটা বিতর্কের জন্ম দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগে¦শ রাঠি। প্রথমে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি উইকেট পাওয়ার পর উদ্যাপনে শাস্তির মুখোমুখি হন তিনি। তার উদ্যাপনের ধরনটি আইপিএল কর্তৃপক্ষের চোখে ভালো লাগে না, এবং এই কারণে তিনি শাস্তির আওতায় পড়েন। তবে সম্প্রতি, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একে অপরের অনুরূপ উদ্যাপন করার কারণে শাস্তি আরও বেড়ে গেছে তার জন্য।
পাঞ্জাব কিংসের বিপক্ষে, দিগে¦শ রাঠি যখন প্রথম উইকেট লাভ করেন, তখন তিনি ব্যাটারের কাছে গিয়ে উদ্যাপন করেন। এমন অপ্রচলিত উদ্যাপন আইপিএল কর্তৃপক্ষের কাছে অগ্রহণযোগ্য মনে হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। প্রথম ঘটনার পর রাঠির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় এবং একটি ডিমেরিট পয়েন্টও তাকে প্রদান করা হয়।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধিরের উইকেট পাওয়ার পরও একই ধরনের উদ্যাপন করেন দিগে¦শ রাঠি। তবে এবার তিনি দূরে দাঁড়িয়ে উদ্যাপন করেন। কিন্তু, এই পরিবর্তনেও তিনি শাস্তি থেকে রক্ষা পাননি। আইপিএল কর্তৃপক্ষ এই উদ্যাপনটিকেও ভুল হিসেবে ধরে এবং তার বিরুদ্ধে দ্বিগুণ জরিমানা আরোপ করে। এইবার তাকে জরিমানা করা হয় ম্যাচ ফির ২৫ শতাংশ এবং দুইটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়।
আইপিএল কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতিতে জানিয়েছে, রাঠির উদ্যাপন আচরণবিধির ২.৫ অনুচ্ছেদের দ্বিতীয় ধাপের লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে তাকে দুটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। প্রথম ঘটনায়, পাঞ্জাবের বিপক্ষে তাকে একটিও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল, যা দ্বিতীয় ঘটনায় দ্বিগুণ হয়ে গেছে।
দিগে¦শ রাঠির উদ্যাপন নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের মন্তব্যের মাধ্যমে। গাভাস্কার, যিনি প্রথম ঘটনাটি ধারাভাষ্য দিয়ে মন্তব্য করেছিলেন, বলেছেন, “আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগে ছক্কা বা বাউন্ডারি মেরে এর পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেট করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে। যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, তখন এমন কিছু করা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়ে আত্মবিশ^াসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com