এফএনএস স্পোর্টস: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। আর তাই এই হারে অনেক প্রশ্নই উঠে আসছে। তবে উইকেট আর ভাগ্যকেই দুষছেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এখানে উইকেট আসলে ভালো হয়, এমন টুর্নামেন্টে স্পোর্টিং উইকেটই আমরা প্রত্যাশা করি। কিন্তু উইকেট তেমন ছিল না। আমরা অন্তত ২৫০ রান করার চেষ্টা নিয়ে খেলেছি। কিন্তু সেভাবে ব্যাট করতে পারিনি। উইকেটও সহজ ছিল না।’ শান্ত জানান, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে। ফাইনাল কল অধিনায়ক ও কোচ নিয়েছেন এবং তাদের উইকেট দেখে শুরুতে ব্যাটিং করা উচিত মনে হয়েছে। এতে তেমন কোন ভুল দেখেন না তিনি। তবে শান্ত জানিয়েছেন, তাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির পথে ছিলেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। কিন্তু বোল্ড হয়ে ফেরায় সুযোগ হাতছাড়া হয়। সেঞ্চুরি মিস করা নিয়ে কোন আক্ষেপ নেই তার। আক্ষেপ শেষ পর্যন্ত ব্যাটিং করতে না পারার। তিনি বলেন, ‘আমার আক্ষেপ শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারিনি, শেষ পর্যন্ত থাকতে পারলে দলের জন্য ভালো হতো।’