ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংক লিমিটেড শাখার আয়োজনে প্রতিবেশী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ব্যাংক কার্যালয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সুবিধার বিষয়ে বক্তব্য রাখেন, আইএফআইসি সাতক্ষীরা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হাসানুর রহমান, হাউস কিপার মনিসঙ্কর সাহা,ব্যাবসায়ি মিরান হোসেন প্রমূখ। এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ি মোঃ মুন্না,সুধির সাহা,মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন স্কুলের শিক্ষকসহ গন্যমান্য অর্ধশতাধিক ব্রহ্মরাজপুরের ব্যবসায়ি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আইএফআইসি ব্রহ্মরাজপুর শাখার ক্যাশিয়ার জয় প্রকাশ দাশ।