ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ব্রহ্মরাজপুর ডি,বি ইউনাইটেড হাই স্কুলের হল রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য এস,এম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসান বাহার বুলবুল,পৌর আ’লীগের সহ – সভাপতি মীর মোস্তাক আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু (সানা), ডি,বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, বীর মুক্তিযোদ্ধা সোবহান সরদার, ইদ্রিস আলী বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের নেতা শেখ আব্দুস সালাম, অজিয়ার রহমান, জিয়াউর রহমান, আঃ কুদ্দুস প্রমুখ। এ সময় ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটনের।