বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্রহ্মরাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখলো হাজারও মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ এলাকার উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলার মাঠে-ঘোড় দৌড় প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শুক্রবার বিকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বন্ধু যুব সংঘ ও বন্ধু ব্লাড ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, কাজী এস এম রওশন আলম,বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, নুর আহম্মদ হাজী, রিপন হোসেন, সেলিম হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বলেন- ঘোড়দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জূয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন। অনুষ্ঠানে বক্তারা আয়োজনকারী বন্ধু যুব সংঘ ও বন্ধু ব্লাড ব্যাংক কতৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করে বিজয়ী ঘোড়ার স্বত্বাধিকারীদের হাতে পুরস্কার প্রদান করেন। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৪টি ঘোড়া অংশ গ্রহণ করে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করায় উপচে পড়া ভীড় পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com