ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর চেলারডাঙ্গা বেলতলার মোড় নামক স্থানে আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা ও সার্কাস। মো: দিদারুল ইসলাম খোকার আয়োজনে ও আব্দুল্লাহ আল—মামুনের ব্যবস্থাপনায় গ্রাম—বাংলার হারানো ঐতিহ্যবাহী লাঠি খেলার শুরুতে ঢাক, ঢোল আর কাসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসময় সার্কাস খেলাও দেখানো হয়। তাতে উৎসাহ দেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। এ লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলেন আয়োজকরা। এ লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাশিদুজ্জান রানা, বিএনপি নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু, শিক্ষক—অহিদুজ্জান বাবলু, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু,মো: আনারুল ইসলা,শামিম রেজা, মেহেদী হাসান শিমুল প্রমুখ।