ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের হোটেল ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। ২৪ শে অক্টোবর মঙ্গলবার ভোর আনুমানিক ৫ টা থেকে ৬টার সময় অজ্ঞাতনামা চোরেরা ব্রহ্মরাজপুর বাজারের পাশে সাহাপাড়ার মৃত সুধীর চন্দ্র সাহার ছেলে গোপাল চন্দ্র সাহার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে গ্রিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লক্ষ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণের বিভিন্ন প্রকার গহনা চুরি করে নিয়ে যায়। গোপাল চন্দ্র সাহার ছেলে উজ্জ্বল সাহা জানান-শারদীয় দুর্গা উৎসবে আমাদের পরিবারের সবাই বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে গভীর রাতে বাড়িতে ফেরে। আমার বাবা ও মা ভোর পাঁচটার সময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্রহ্মরাজ পুর বাজারের হোঁটেলে চলে যায়। সেই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা আমাদের বাসায় গ্রিল ভেঙে বাসায় ঢুকে চেতনা নাশক স্প্রে করে সবাই কে অজ্ঞান করে নগদ ১লক্ষ টাকা সহ বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এলাকায় প্রতিনিয়ত হরহামেশাই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটছে। ফলে বর্তমানে এলাকাবাসী চুরির আতঙ্কে ভুগছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় ঐই গ্রামের প্রতিষ্ঠিত হাডওয়ার্র ব্যাবসায়ী আশুতোষ সাধুখাঁর বাড়িতেও একই রাতে অজ্ঞানপার্টি ঢুকে চেতনানাশক স্প্রে করে কিন্তু এলাকারবাসী সজাগ হওয়াই তাত্ক্ষণিক সেখান থেকে সটকে পড়ে ওই কুচক্রী চক্র। এঘটনার পর ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসান রহমান ঘটনাস্থান পরিদর্শন করে চোরদের ফেলে যাওয়া একটি বড় স্ক্রুপ ড্রাইভার জব্দ করেন। তিনি জানান- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। প্রতিনিয়ত এমন অহরহ চুরির ঘটনায় ধুলিহর, ব্রহ্মরাজপুর এলাকায় চুরির আতংক ছড়িয়ে পড়ছে। নির্ঘুম রাত কাটছে অনেকের। এলাকার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় সচেতন এলাকাবাসীর অবিলম্বে সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।