ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ২১ জানুয়ারি রবিবার ফাঁড়ীর আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ২চোরসহ ৩ জনকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে। জানা গেছে, সম্প্রতি এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং যত্রতত্র অহরহ চুরি হওয়ায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধুলিহর সানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের পুত্র ইব্রাহিম (৩০) ও দেবহাটার সেকেন্দারা গ্রামের বাবর আলীর পুত্র শফিকুল ইসলাম শফিক(৪০)কে চুরির অভিযোগে এবং সদরের কোমর পুর গ্রামের শ্যাম মল্লিকের পুত্র রামতনু মল্লিক(৩৫)কে সাজা পরোয়ানা মুলে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।