মোঃ ইমরান হোসেন ব্রহ্মরাজপুর থেকে ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছে। (২৭ই অক্টোবর) শুক্রবার দুপুর ১২ টার দিকে আশাশুনি- সাতক্ষীরা সড়কে মানিক তলার মোড় সংলগ্ন কালের ডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক শেখ মোয়াজ্জেম হোসেন(২২) সাতক্ষীরা সদর উপজেলার দহখুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে ও মোটরসাইকেল আরোহী মাহিম হোসেন(২২) খুলনার বয়রা থানার নাফিস হোসেনের ছেলে। নিহতের আত্মীয় শেখ রিপন হোসেন জানান, তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই। একই পরিবারের দুই জনের এই আকস্মিক মৃত্যু মানতে পারছে তাদের পরিবার এলাকায় শোকের ছায়া নেমেছে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসান রহমান দৃষ্টিপাতকে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ৮৫২ ও আশাশুনিগামী একটি মোটরসাইকেল১৩-৬২০৪ মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটেছে।গুরুতর আহত অবস্থায় শেখ মোয়াজ্জেম ও মাহিম হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাত্ক্ষণিক বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় লোকাল বাসটিকে৮৫২ জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলার খবর পাওয়া যায়নি।