ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ২০২৪ ও নগত অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে প্রায় পাঁচশত গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, লুঙ্গি, শাড়ি ও নগত অর্থ বিতরণ করা হয়েছে। মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান- ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে গরীব ও দুস্থ মানুষের হাতে এই ঈদ সামগ্রী বিতরণ করেন আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল আহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন তনুপ কুমার সাহা, আ’লীগ নেতা আবুল কালাম,মোঃ আব্দুল করিম, মোঃ জুলফিকার আলি, মোঃ আনারুল ইসলাম প্রমূখ। এসময় ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মমিনুর রহমান বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনা মোতাবেক অসহায় সুবিধা-বঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে ১৩ বছর যাবৎ সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এভাবে সকল সময় আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের সকলের সু-দৃষ্টি কামনা করছি। তিনি আরও বলেন, প্রতিবছর দুইজন অসহায় মাকে স্বাবলম্বী করার জন্য একটি করে সেলাই মেশিন দিয়ে থাকি। যাতে অসহায় মা তার বাচ্চাদের নিয়ে আর দশ জনের মত স্বাভাবিক জীবনযাপন করতে পারে।