ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সদরের ব্রহ্মরাজপুরে আত্মমানবতার সেবায় অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে শহরের বকুলতলা মোড়ে এসময় উপস্থিত ছিলেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন। আত্মমানবতার সেবায় অসহায় প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন প্রদান করায় এ মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী মা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় মোঃ জুলফিকার আলীসহ মা ফাউন্ডেশন এর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।