ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মশিউর রহমান বাবুর লাঙ্গল প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বিকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের মাঠে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয়-পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদে পারভেজের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন মো. মশিউর রহমান বাবু। তিনি বলেন,আমি উপজেলা চেয়ারম্যান হলে একা চেয়ারম্যান হবো না,বরং সদর উপজেলার চার লক্ষ চার হাজার ভোটাররাই চেয়ারম্যান হবে,যে সকল ইউনিয়নে উন্নয়নের ঘাটতি আছে সেসকল এলাকায় আগে বরাদ্দ দেবো,সদর উপজেলাকে একটি স্মার্ট সু-সজ্জিত উপজেলা হিসাবে সাধারণ মানুষকে উপহার দিবো,সকলকে লাঙ্গল প্রতীকের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।এসময় অন্যের মধ্য বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন,সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, জেলা যব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী,সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবিরসদর, উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল সাহা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ খায়রুজ্জামান হিমেল, প্রভাষক শেখ শরিফুল ইসলাম, আবু ইয়াছিন আলীম চৌধুরী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুর রহমান সোনা।