ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের জের ধরে সরকার প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হওয়ায় -সারাদেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে ৫ আগষ্ট সোমবার সন্ধার পর বিএনপি,জামাত-শিবির,বিভিন্ন ছাত্র সংগঠনও সর্বসাধারণ জনতার স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহনের মধ্য দিয়ে আনন্দ মিছিল বের করা হয়। হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে আনন্দ মিছিলটি সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ দীর্ঘতম ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন,জামায়াত নেতা মাওঃ- মনিরুল ইসলাম বিলালী,জামায়াত নেতা- মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল ইসলাম, প্রফেসর ওয়াদুদ ,মাওঃ কাজী মোহাম্মদ আলী, মাওঃ শামীম রেজা প্রমূখ। মিছিল শেষে বাজারের সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতারন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন- জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোকলেসুর রহমান।