এফএনএস স্পোর্টস: ২০১০ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে নেইমার জুনিয়রের। নিউ জার্সিতে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যাবধানে জিতেছিল ব্রাজিল। স্কোর করেন নেইমার। এরপর থেকে দ্রুতই নিজেকে দলটির অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেন তিনি। এরইমধ্যে নিজেকে ব্রাজিলের সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছেন এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন নেইমার। এতে তার গোল সংখ্যা ৭৪টি। যা তাকে দেশটির সর্বকালের সেরা গোলস্কোরারে তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। শীর্ষে থাকা কিংবদন্তী পেলে ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল। অর্থাৎ পেলেকে ছাড়িয়ে যেতে নেইমারের এখন কেবল সময়ের অপেক্ষা। চলতি বছর ব্রাজিলের আরও চারটি ম্যাচ রয়েছে। এর মধ্যে একটি আর্জেন্টিনার বিপক্ষে। বাকি তিনটি কাতার বিশ্বকাপের গ্র“প পর্বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। নকআউট পর্বে উঠতে পারলে আরও ম্যাচ রয়েছে। সবমিলিয়ে এ বছরই পেলেকে ছাড়িয়ে যেতে পারেন নেইমার! সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে তিনটি গোল করেছেন নেইমার। কেবল গোল করতেই নয়, অন্যান্যের দিয়ে গোল করাতেও সমান দক্ষ পিএসজি তারকা। পাশাপাশি যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেন। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ৫২টি এসিস্ট রয়েছে তার।