শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ব্রাজিল দল থেকে বাদ পাকেতা, ফিরলেন নেইমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ বাছাইয়ে খেলতে দল ঘোষণা করেছে ব্রাজিল। তাতে শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজ জানিয়েছেন, ওই ঝামেলার কারণেই পাকেতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছেন। যদিও পাকেতার দাবি, তিনি কোনো ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে নিজেও বিস্মিত। গার্ডিয়ান জানিয়েছে, পাকেতাকে বেটিংয়ের জন্য অভিযুক্ত করা হয়নি। ব্রাজিলের অন্তর্বর্তী কোচ আরও বলেছেন, ‘পাকেতাকে ওই তালিকায় পাওয়া গেছে। আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু এখন সময় হচ্ছে এই সমস্যার দ্রæত সমাধান।’ ব্রাজিলের হয়ে ৪২ ম্যাচে ৯ গোল করেছেন পাকেতা। এদিকে, কাতার বিশ্বকাপের পর ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও কোনোটিতেই ছিলেন না নেইমার। তার ওপর ফেব্রæয়ারিতে গোড়ালির চোট পেয়ে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। অবশেষে দলে ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড। দিনিজ বলেছেন, ‘নেইমার আমাদের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার ও জাতীয় দলে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল। আমি স¤প্রতি তার সঙ্গে কথা বলি এবং সে এই সুযোগের কথা শুনে ভীষণ আনন্দিত।’ ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পাওয়া দিনিজ এবারই প্রথম অন্তর্বর্তী কোচ হয়ে ব্রাজিলের দায়িত্ব সামলাবেন। ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চারদিন পর তারা মুখোমুখি হবে পেরুর।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, হেনরিখ, রেনান লদি, ইবানেজ, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকিনিওস, নিনো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রæনো গুইমারেস, জোয়েলিনতন, কাসেমিরো, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড: আন্তোনি, নেইমার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com