এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা—সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বারোঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ। তিনি জানান, গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা—সিলেট মহাসড়কের বারোঘড়িয়া এলাকায় বেপরোয়া গতির কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হায়েস মাইক্রোবাস ও সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা এক শিশু, যুবক ও এক বৃদ্ধ নারী প্রাণ হারান। নিহতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার মেয়ে এগারো মাস বয়সী শিশু রাইছা, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হরিপুর লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাতমণ্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫)। দুর্ঘটনায় আহত হন আরও ৬ জন। তাদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে থানার ওসি।