এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন বিএনপি নেতারা। গতকাল রোববার দুপুর ১২টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই মধ্যাহ্ন ভোজ হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, দলটির আন্তর্জাতিক সহ—সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ফাহিমা নাসরীন মুন্নী, ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য নিপুণ রায়সহ অনেকে।