বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্যামনগরে মৃত্যুর চার মাস পর কবর থেকে গৃহবধুর মরদেহ উত্তোলন দেবহাটায় জামায়াতের আয়োজনে কুরআন শিক্ষায় মুহাদ্দিস রবিউল বাসার উচ্চতায় পৌছানো রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র আলো ঝলমলে দ্যুতি ছড়ানো সৃষ্টিশীলতার অনন্য ক্ষেত্র কুলিয়ার টিকেট কালীপূজা পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ ভোমরায় টাস্কফোর্সের অভিযানে ৩ টন রসুন উদ্ধার সহ লাখ টাকা জরিমানা খলিশখালী সচেতনতামূলক নারী সমাবেশ বাস্তবায়ন সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পুলিশ বিজয় দিবস উপলক্ষ্যে শিবিরের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত

ব্রিসবেনে অজিদের রানের পাহাড়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের বেশিরভাগ সময় ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডের সেঞ্চুরির সুবাদে বেশ বড় পুঁজির দিকে এগোচ্ছে অজিরা, শেষ বিকেলে দারুণ বোলিংয়ে ফাইফার তুলে অবশ্য অস্ট্রেলিয়ার রানের লাগাম কিছুটা হলেও টেনে ধরেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছে অজিরা। প্রথম দিনে বৃষ্টিভেজা দিনে খেলা হয়েছিল মোটে ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সাতসকালেই আউট হয়েছেন উসমান খাজা। ৫৪ বলে ২১ রান করে বিদায় নেন তিনি। একটু পরেই আউট হয়েছেন আরেক ওপেনার নাথান ম্যাকসুইনি। ৪৯ বলে ৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তিনে নামা মারনাস লাবুশেনও বেশিক্ষণ টেকেননি। ৫৫ বলে ১২ রানের ইনিংস খেলে দলের ৭৫ রানের মাথায় সাজঘরে ফিরেছেন লাবুশেন। চাপ বেড়েছে আরও। সেই চাপের সময় ক্রিজে আসেন ট্রাভিস হেড। আগে থেকে ছিলেন স্টিভেন স্মিথ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এবার প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করেন স্মিথ এবং হেড। স্মিথ দেখেশুনে আগালেও সেসবের ধার ধারেননি ট্রাভিস হেড। নিজের চিরাচরিত আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের বোলারদের তুলোধুনো করেছেন তিনি। মারমুখি ব্যাটিংয়ে সুবাদে দলও চাপ সামনে এগোতে থাকে, বোর্ডে উঠতে থাকে রান। দুজনই ছুঁয়েছেন ফিফটি। তবে ফিফটির পরই থামেননি কেউই। কার্যকরী ব্যাটিংয়ে দলের পুঁজি বাড়াতে থাকেন স্মিথ-হেড। নিজের ‘প্রিয় প্রতিপক্ষ’ ভারতকে পেয়ে আরও একবার ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করলেন ট্রাভিস হেড। জাসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের পেস আক্রমণকে পিটিয়ে তক্তা বানাচ্ছিলেন। সেই সাথে চলে গিয়েছিলেন সেঞ্চুরির অনেক আছে। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে ফেলেন হেড। টেস্ট ক্যারিয়ারে নিজের ৯ম সেঞ্চুরির দেখা পেলেন ট্রাভিস হেড, এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ ৩টিই এসেছে ভারতের বিপক্ষে। ভারতকে পেলেই বারবার তুলোধুনো করছেন হেড। সেঞ্চুরি হাঁকিয়েও ছুটেছে হেডের উইলো। আরেক প্রান্তে টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে ব্যাকরণ মেনে আগানো স্মিথও সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে সেঞ্চুরি ছুঁয়ে আর বেশি দূর আগাতে পারেননি স্মিথ। দলের ৩১৬ রানের মাথাতে ১৯০ বলে ১০১ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন স্টিভেন স্মিথ। হেড এবং স্মিথের জুটি থেকে এসেছে ২৪১ রান। স্মিথকে ফিরিয়েছিলেন বুমরাহ। সেই বুমরাহই আউট করলেন মিচেল মার্শকে। দেড়শ ছুঁয়ে ভারতের পথের কাঁটা হয়ে যাওয়া হেডকেও আউট করলেন বুমরাহ। পূর্ণ হয়েছে ফাইফার। দ্রুত ৩ উইকেট হারিয়ে অলআউটের দ্বারপ্রান্তে চলে যায় অজিরা। তবে সেখানেও লেখা হয়েছে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প। ক্রিজে এক প্রান্তে দাঁড়িয়ে যান অ্যালেক্স ক্যারি। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন। উইকেটের পতনও থামিয়েছেন। দিনশেষে অস্ট্রেলিয়ার অলআউট না হওয়ার পেছনে বড় অবদান ক্যারির। ৪৭ বলে ৪৫ রান করে এখনও টিকে আছেন ক্যারি। মাঝে ৩৩ বলে ২০ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১০১ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ফিফটির প্রহর গুনতে থাকা ক্যারি অপরাজিত আছেন ৪৭ বলে ৪৫ রান করে। অন্যদিকে ৭ বলে ৭ রান করে টিকে আছেন মিচেল স্টার্ক। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেছেন জাসপ্রীত বুমরাহ। এছাড়া ১টি করে উইকেট নেন নিতিশ কুমার রেড্ডি এবং মোহাম্মদ সিরাজ। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ এটি। সিরিজে চলছে ১-১ সমতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com