শাহজাহান ডুমুরিয়া \ তরুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো টিকিয়ে রাখতে ব্র্যাক একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। ২০২৩—২০২৬ সাল মেয়াদি এ প্রকল্পে ডুমুরিয়ার ১৫০ জন উদ্যোক্তাকে নানা প্রকার প্রশিক্ষনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহন করেছে। প্রথম পর্যায়ে ৫০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। বাকি উদ্যোক্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হবে। মঙ্গলবার দুপুর ২টায় খুলনার ডুমুরিয়া মেছাঘোনা ব্র্যাক অফিসের হলরুপে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজিত নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আনলকিং ফাইনান্সিয়াল সলুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পটি কাতার দাতাসংস্থা ‘সিলাটেক’ এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।সিলাটেক প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মাজহারুল হক এর সঞ্চালনায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম।অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মো:মোস্তাফিজুর রহমান, ব্র্যাক জেন্ডার এন্ড জাস্টিস এর আঞ্চলিক ব্যাবস্থাপক সজ্ঞয় ব্যানার্জী,সিলাটেক প্রমিজ প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শাহাদাৎ হোসেন, প্রকল্পের ক্লাইন্ট, ব্র্যাকের অন্যান্য প্রোগ্রামের অফিসার, সাংবাদিক ও ডুমুরিয়ার ১০ টি এনজিও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।