দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়া, সখিপুর ও গাজীরহাট ব্রয়লার মুরগী ব্যবসায়ী ও নিত্যপন্যের খুচরা ও পাইকারী বিক্রেতাদের সাথে মুল্য উর্ধমুখি রোধে গতকাল মত বিনিময় করলেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, তিনি ব্রয়লার মুরগী ব্যবসায়ীদের কে সিন্ডিকেট এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি নিশ্চিত করে বলেন কোন ভাবেই ইচ্ছামত মুল্য নির্ধারন এবং কৃত্রিম সংকট সৃষ্টিকরা যাবে না। এসময় তিনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব হতে ক্রেতা সাধারনকে যেন তাড়িতনা করে সে বিষয়েও সতর্ক করেন। মুরগীর বাচ্চা ক্রয় পরিচর্যা এবং বাজারজাত করনের খরচ এবং বিক্রয় মূল্যের সাথে সমঞ্জস্যতা রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অহেতুক মূল্য বৃদ্ধি না করার বিষয়েও তিনি সতর্ক করেন।