মথুরেশপুর(কালিগঞ্জ)প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জের মথুরেশপুরে অসহায় ও অসচ্ছল পরিবারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মথুরেশপুর ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্রদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় প্রায় দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী সংগঠনের সদস্যরা। ২০১৮ সালের শেষের দিকে মানবসেবার প্রতিষ্ঠিত হয় মথুরেশপুর ব্লাড ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা ও অক্সিজেন সেবা প্রদান সহ সমাজ সেবামূলক বিভিন্ন কাজ পরিচালনা করে আসছে।