বিশেষ প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বড়দল মহিলা মার্কেট চত্বরে ৭নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। বীরমুক্তিযোদ্ধা লিয়াকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় এসময় সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির, আব্দুল ওহাব মোল্যা, আকের আলী গাজী, দীনেশ মন্ডল, আঃ ছাত্তার গাজী, জবেদ আলী, আঃ গনি সরদার, সাংবাদিক এমএম সাহেব আলী, আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস, সামিয়েল মাখাল, মুজিবর রহমান, মফিজুল ইসলাম, আলহাজ¦ আজিজুর রহমান মিনা, মাওলানা আবুল হোসেন, সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিনসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।