বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ব্যবসায়ী সমিতি আটদলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে খুলনা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার সকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালী, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকের আলী, মেম্বর জি এম আঃ রশিদ, মেম্বার রমজান আলী মোড়ল, কৃষকলীগ নেতা সোহরাব হোসেন প্রমুখ। খেলায় টসে জিতে পাইকগাছা উপজেলার দেবদুয়ার ক্রিকেট একাদশ নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। জবাবে খুলনা ক্রিকেট একাদশ ১১৪ রানের টার্গেটে মাঠে নেমে ১৩.৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে একটি ১৮ সেফটি ফ্রিজ এবং রানার আপ দলকে একটি ১৬ সেফটি ফ্রিজ প্রদান করা হয়। আম্পায়ার ছিলেন, আবুল কালাম আজাদ ও নাসির উদ্দিন। স্কোরার ছিলেন সবুজ। ধারাভাষ্যে ছিলেন ডাঃ আবু রায়হান (কিংরাজ), সাংবাদিক আহাদুল্লাহ সানা, আশরাফ হোসেন, মাষ্টার এনামুল হক ও তারক চন্দ্র মন্ডল।