বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে আটদলীয় নক-আউট মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠেএ খেলা অনুষ্ঠিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহানেওয়াজ ডালিম, প্রধান শিক্ষক মিতা রাণী মন্ডলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজারও দর্শকের উপস্থিতিতে প্রথম রাউন্ড ও সেমিফাইনাল শেষে ফাইনালে ফকরাবাদ কচিকাঁচা ক্লাব ও গোয়ালডাঙ্গা গাজী স্ট্রাইকার্স মুখোমুখি হয়। আকর্ষণীয় এই খেলায় ফকরাবাদ ৩ রানের ব্যবধানে গোয়ালডাঙ্গা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সুজন বিশ্বাস, প্রসেনজিৎ মন্ডল ও তন্ময় মন্ডল। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন।