বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আটদলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফাকরাবাদ বুড়িয়া বাসন্তী মন্দির প্রাঙ্গণে এখেলা অনুষ্ঠিত হয়।ফকরাবাদ বুড়িয়া ব্যাডমিন্ট কমিটির আয়োজনে, উদ্বোধনী খেলায় সাতক্ষীরা ব্যাডমিন্টন দল ২-০ গেমের ব্যবধানে বাঁকা দলকে পরাজিত করে। ২য় খেলায় বুড়িয়া দল ২-১ ব্যবধানে পাইকগাছা দলকে পরাজিত করে। ৩য় খেলায় পাটকেলঘাটা দল ২-১ ব্যবধানে সাতক্ষীরার ফাহিম দলকে পরাজিত করে এবং ৪র্থ খেলায় ফকরাবাদ দল ২-১ ব্যবধানে কপিলমুনি দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। ১ম সেমিফাইনালে পাটকেলঘাটা ২-১ ব্যবধানে বুড়িয়া দলকে পরাজিত করে এবং ফকরাবাদ দল ২-১ ব্যবধানে সাতক্ষীরা দলকে পরাজিত করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। ফাইনালে ফাকরাবাদ দল ২-১ গেমের ব্যবধানে পাটকেলঘাটা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান দলকে নগদ ৫ হাজার টাকা ও রানারআপ দলকে ৩ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউপি সদস্য রমজান আলী মোড়ল, শ্রাবন্তী বৈরাগী, সাংবাদিক এস এম শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। খেলা পরিচালনা করেন হরিদাশ ব্যানার্জি।