শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

বড়দলে আটদলীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আটদলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফাকরাবাদ বুড়িয়া বাসন্তী মন্দির প্রাঙ্গণে এখেলা অনুষ্ঠিত হয়।ফকরাবাদ বুড়িয়া ব্যাডমিন্ট কমিটির আয়োজনে, উদ্বোধনী খেলায় সাতক্ষীরা ব্যাডমিন্টন দল ২-০ গেমের ব্যবধানে বাঁকা দলকে পরাজিত করে। ২য় খেলায় বুড়িয়া দল ২-১ ব্যবধানে পাইকগাছা দলকে পরাজিত করে। ৩য় খেলায় পাটকেলঘাটা দল ২-১ ব্যবধানে সাতক্ষীরার ফাহিম দলকে পরাজিত করে এবং ৪র্থ খেলায় ফকরাবাদ দল ২-১ ব্যবধানে কপিলমুনি দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। ১ম সেমিফাইনালে পাটকেলঘাটা ২-১ ব্যবধানে বুড়িয়া দলকে পরাজিত করে এবং ফকরাবাদ দল ২-১ ব্যবধানে সাতক্ষীরা দলকে পরাজিত করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। ফাইনালে ফাকরাবাদ দল ২-১ গেমের ব্যবধানে পাটকেলঘাটা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান দলকে নগদ ৫ হাজার টাকা ও রানারআপ দলকে ৩ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউপি সদস্য রমজান আলী মোড়ল, শ্রাবন্তী বৈরাগী, সাংবাদিক এস এম শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। খেলা পরিচালনা করেন হরিদাশ ব্যানার্জি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com