বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ফকরাবাদ যুব সংঘের আয়োজনে আটদলীয় রাত্রীকালীন নক আউট মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফকরাবাদ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমক পূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে প্রথম রাউন্ডে ১ম খেলায় কৃষ্ণ নগর ও বুড়িয়া দল পরস্পরের মুখোমুখি হয়, এতে কৃষ্ণনগর ১-০ গলে জয়লাভ করে, ২য় খেলায় সাহানগর ও ফকরাবাদ দলের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ট্রাইবেকারে ২-১ গোলে ফকরাবাদ জয় লাভ করে, ৩য় খেলায় দরগাহপুরের সঙ্গে কাঁদাকাটি দল ১-০ গোলে জয়লাভ করে, ৪র্থ খেলায় তেঁতুলিয়ার সঙ্গে বড়দল দল ১-০ গোলে জয় লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ১ম সেমিফাইনাল খেলায় ফকরাবাদ ও বড়দলের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে গোল না হলে ট্রাইবেকারে ফকরাবাদ ২-১ গোলে জয়লাভ করে এবং ২য় সেমিফাইনাল খেলায় কৃষ্ণনগর ১-০ গোলে কাঁদাকাটি ফুটবল দলকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে ফকরাবাদ ও কৃষ্ণনগরের মধ্যকার খেলা নির্ধারিত সময় কোন গোল না হলে ট্রাইবেকারে ফকরাবাদ ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, সাংবাদিক এস এম শরিফুল ইসলাম প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন মোঃ আশরাফ হোসেন।