বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ইমাম পরিষদ গঠনের লক্ষ্যে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ সানার নেতৃত্বে, চাঁদখালী সামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ওয়েজ আহম্মাদ আশরাফীর সভাপতিত্বে গতকাল শনিবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বড়দল ইউনিয়নের ৪৯টি মসজিদের ইমামদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ফকরাবাদ পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মারুফ বিলাহকে সভাপতি এবং জামালনগর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মহিবুলাহকে সাধারণ সম্পাদক, ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ক্বারি আবুবক্কার সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করে ২বছর মেয়াদি ৪৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।