বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দলে এনজিও উন্নয়ন প্রচেষ্টা এর গোয়ালডাঙ্গা শাখার উদ্যোগে বিভিন্ন সুরক্ষা সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে গোয়ালডাঙ্গা অফিসে সুরক্ষা সেবার আওতায় একজন মৃত্যু ব্যক্তির সকল ঋণ মওকুফ ও তার পরিবারের নিকট দাফন বাবদ পাঁচ হাজার টাকা এবং অন্য এক মহিলা সদস্যকে নলমার ডেলিভারি বাবদ দুই হাজার টাকা প্রদান করার মাধ্যমে এ সুরক্ষা সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার জিএম লিয়াকাত আলী। এছাড়াও শাখা ব্যবস্থাপক বিপ্লব দেবনাথ, প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।