বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে কোভিড-১৯ প্রতিরোধে গণ টিকা ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। মঙ্গলবার দুপুরে তিনি বড়দল ইউনিয়ন পরিষদে অবস্থিত অস্থায়ী এ গণ টিকা ক্যাম্প এর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, আগামী ২৬ ফেব্র“য়ারি’২২ পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হবে। টিকা গ্রহণ না করলে সরকারি সেবাসমূহ পাওয়ার ক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এ তারিখের ভিতরে সকলকে টিকা নেওয়ার অনুরোধ জানান। তিনি আরও বলেন, রেজিষ্ট্রেশন করা না তাকলেও ১২ বছর বয়স থেকে যে কেউ মোবাইল নম্বর প্রদান করেই টিকা নিতে পারবেন। নিজের মোবাইল না থাকলে নিজের পিতামাতা বা আপনজনের মোবাইল নম্বর প্রদান করেও টিকা গ্রহণ করা যাবে। এসময় তিনি টিকা নিয়ে নিজে ও তার পরিবার তথা দেশের সকলকে সুস্থ থাকার ব্যাপারে সহযোগিতা করার আহবান জানান। গণ টিকা ক্যাম্প পরিদর্শনকালে এসময় স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।