বিশেষ প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে এক করাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্নালিলাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার সকাল ১০.৩০ টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। বড়দল গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে আঃ রহিম গাজী (৫৪) এলাকায় করাত দিয়ে গাছ কাটার কাজ করতেন। শনিবার সকালে তিনি বড়দল গ্রামের ইলিয়াছিন এর বেড়ে গাছ কাটার কাজ করছিলেন। একটি মৃত চটকা গাছে চড়ে এক ডালে বসে অন্য ডাল কাটার সময় কাটা ডাল বসা ডালের উপর পড়ে। ফলে বসাডালও একই সাথে ভেঙ্গে পড়ে। মুহুর্তের মধ্যে ডাল দু’টি তাকে নিয়ে গাছের নিচে রাস্তার উপর পড়লে ঘটনাস্থানেই তিনি ইন্তেকাল করেন। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সন্তান রেখে গেছেন।