বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

বড়দলে চেতনা নাশক প্রয়োগ করে দুঃসাহসিক চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেতনা নাশক প্রয়োগ করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আন্যান্য জিনিস পত্র চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতের যে কোন সময়ে ফকরাবাদ গ্রামের মৃত সিদাম কুন্ডুর ছেলে স্বপন কুন্ডু ওরফে মাখন কুন্ডু(৭৫) ও তার স্ত্রী ঊষা রানী কুন্ডু (৬৫)কে স্প্রে বা খাবারের সাথে চেতনা নাশক প্রয়োগের মাধ্যমে তাদেরকে অচেতন করে চোর বা চোর চক্র এ দুঃসাহসিক চুরি সংগঠিত করেছে বলে ধারনা এলাকাবাসীর। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বপন কুন্ডু এবং তার স্ত্রী ঊষা রানী অচেতন অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন থাকায় তাদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়িতে দুধের যোগান দিতে আসা ডলী রানী খাওয়ার প্লেটের পাশে ঊষা রানীকে এবং ঘরের ভিতরে খাটের উপরে স্বপন কুন্ডুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চুরির ঘটনা বুঝতে পেরে প্রতিবেশিদেরকে জানায়। পরবর্তীতে পার্শ্ববর্তী প্রতিবেশীরা এসে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে স্থানীয় গ্রাম্য চিকিৎসককের মাধ্যমে চিকিৎসা দিতে থাকে। তাদের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হলেও রিপোর্ট লেখা পর্যন্ত চেতনা নাশক স্প্রে না-কি ঘুমের ঔষধ খাইয়ে তাদেরকে অজ্ঞান করা হয়ছে এবং এ ঘটনায় কি পরিমান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, এবিষয়ে ভুক্তভোগী পরিবার বা প্রতিবেশীদের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জানতে পেরেই আমি ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অসুস্থদের চিকিৎসা চলছে। ধারনা করা হচ্ছে তারা সুস্থ হলে আরো অনেক তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com