আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে কিশোরীদের কৈশোরকালীন নিয়মিত স্বাস্থ্য পরিচর্যার পাশাপাশি পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত পিপিইপিপি-ইইউ প্রকল্প এর উদ্দ্যোগে মেলার বড়দল, কাদাকাটি, কূল্যা এবং খাজরা ইউনিয়ন এর বিভিন্ন কিশোরী ক্লাবের দুই শতাধিক কিশোরী অংশ নেয়। মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাংকন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং নাচ গানের আয়োজন করা হয়। প্রকল্প সমন্বয়কারী মোঃ হুমায়ূন কবির, এরিয়া ম্যানেজার মহিবুল্লাহ ফকির, ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব দেবনাথ, টিও নিউট্রিশন আঃ মতিন সহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ষ্টাফবৃন্দ অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ মেলার কার্যক্রম পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান এবং সহায়তা করেন সহকারী টেকনিক্যাল অফিসার শেখ ওসমান আলী।