বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে ৩০০ পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা, ৩৭টি পরিবারের মাঝে মোটাজাতকরণ গরু ও ৬টি পরিবারের মাঝে মুদি ও গ্রোসারী সামগ্রীসহ নগত ৭ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে উন্নয়ন প্রচেষ্টা এর প্রসপারিটি প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। এসময় উন্নয়ন প্রচেষ্টার ম্যানেজার বিপ্লব দেবনাথ, প্রকল্প সমন্বয়কারী হুমায়ন কবির, টিও (লাইভলিহুড) হাসিবুর রহমান, এটিও (লাইভলিহুড) মফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।