বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে মাদার তেঁরেসার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বড়দল ক্যাথলিক মিশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাথলিক মিশনের পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাদার শংকর মন্ডল, সিস্টার লিংসা এমসি, সিস্টার ক্রিস্টেন, অঞ্জু গমেজ, রুপমা, নিটা মেরী প্রমুখ শান্তির প্রতিক মাদার তেঁরেসার জীবনী নিয়ে আলোচনা রাখেন।