মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বড়দলে মিছিল ও সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

শিবপদ বড়দল (আশাশুনি) থেকে \ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নুপুর শর্মাদের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বড়দল ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল­ীরা মিছিল নিয়ে গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বর ও সামনের সড়কে সমবেত হন। এখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের মেইন সড়ক, ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া ব্রীজ ঘুরে পুনরায় গোয়ালডাঙ্গা বাজারের মেইন সড়কে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক এম এম সাহেব আলী, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন নেতা ইছাহক আলী সরদার, হাফেজ মহিবুল­াহ, আজহারুল ইসলাম মন্টু, আজহারুল ইসলাম আজহার, হাফেজ রুহুল আমিন, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ আবু জাহেদ আব্দুল­াহসহ বিভিন্ন হাফেজ ও মসজিদের ইমামগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com