বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলের একাধিক বাজারে অভিযান পরিচালনা করে দোকানের মেয়াদ উত্তীর্ণ ও গুনগত মানহীন মালামাল বিনষ্ট করা হয়েছে। রবিবার এ অভিযান পরিচালনা করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা। এসময় বড়দল বাজারে কেনা সরদারের ছেলে বদরুলের দোকানে অভিযান চালিয়ে ৫ কেজি ভেজাল ধনের গুড়া জব্দ করা হয়। পরে গুড়াগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়। এছাড়া বুড়িয়া গ্রামে কমল সরকারের ছেলে বিশ্বজিৎ সরকারের দোকানের ফ্রিজে এক সাথে কাচা মাছ ও খাদ্যদ্রব্য পাওয়ায় মাছ অপসারণ ও সতর্ক করে দেওয়া হয়। সাথে সাথে বিভিন্ন দোকানে নিরাপদ খাদ্য আইন সম্পর্কে অবহিত করে সচেতনা সৃষ্টিতে প্রচারনা চালান হয়।