শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

বড়দলে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বাইনতলা টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাইনতলা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আশাশুনির বানারসিপুর ফুটবল একাদশ ও কয়রা উপজেলার সাতহালিয়া সমাজসেবা যুব ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনা পূর্ণ খেলায় বানারসিপুর ফুটবল দল ১-০ গোলে জয়লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার (১৭ ইঞ্চি মনিটর) তুলে দেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। রানার্স আপ দলের হাতে পুরুষ্কার (মোবাইল) তুলে দেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসান মোল­া। এসময় খেলা পরিচালনা কমিটির সভাপতি আরশাদ আলী মোল­া, ইউপি সদস্য সত্যরঞ্জন বৈরাগী, শিক্ষক শুব্রত মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন রাহুল সরকার, উত্তম কুমার ও সঞ্জয় মন্ডল। মনোমুগ্ধকর এ খেলায় ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com