বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল বাজার ব্যবসায়ী সমিতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বড়দল রেড রোজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও অন্যান্যের মধ্যে উপস্থিত অতিথি ছিলেন, লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগজী, চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, বড়দল ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালী, বড়দল কলেঃ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, কৃষকলীগ সভাপতি আছাদুল হক ফকির, সাংবাদিক শফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় পাইকগাছা থানা ক্রিকেট একাদশ নির্দ্ধারিত ২০ ওভারে ১১৯ রান করে অল আউট হয়। জবাবে কপিলমুনি ক্রিকেট একাদশ ২০ ওভারে ৭ উইকেটে ৫৭ রান করতে সক্ষম হয়। আম্পায়ারের দায়িত্বে ছিলেন, আবুল কালাম আজাদ ও নাসির উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন ডাঃ আবু রায়হান ও সাংবাদিক আহাদুলাহ সানা।