বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের বসার সুবিধার্থে চেয়ার হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে গণজাগরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার কাছে ৩৪টি আরএফএল চেয়ার হস্তান্তর করেন গণজাগরণের পরিচালক চন্দ্র শেখর সরদার। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কমল চন্দ্র গাইন, অডিট অফিসার ইমদাদুল হক মিলন, ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী, রেহেনা খাতুন, হাফিজা খাতুন তমা, চন্দ্রকান্ত মন্ডল, আব্দুর রশিদ, হাসান মোল্যা, জুলফিকার আলী ভুট্টো, আফজাল হোসেন, ফারুক হোসেন আঙ্গুর, সাংবাদিক এসএম শরিফ প্রমূখ।