আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয়ে নব গঠিত গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সচিব অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম ফকির, হরিচাঁদ মিস্ত্রী, রতœা রানী মন্ডল, নাসির উদ্দিন সানা, মুকুল সানা, মাফিজুল ইসলাম, মানিক চন্দ্র মন্ডল, ভক্তি রানী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় এমপি’র সুপারিশ ক্রমে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।