বিশেষ প্রতিনিধি/ বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এস এম আহসানউলাহ (৫৮) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে মরহুমের লাশ দাফন করা হয়। উত্তর বড়দল গ্রামের মৃত মহাতাব উদ্দিন মোড়লের ছেলে অধ্যক্ষ মাওঃ আহসান উলাহ বুধবার (১০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে ভারতের একটি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিলাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার রাত্র ১০ টার দিকে তার মরদেহ বাংলাদেশে আনা হয়। শনিবার সকালে দারুচ্ছুন্না আলিম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের জামাতা মাওঃ তামজিদ হোসেন। এসময় ড. আবুল হাসান, আবুল কালাম আজাদ বুলবুল, মাওঃ আইন উদ্দিন, মাওঃ আঃ আহাদ, মাওঃ লিয়াকত আলি, মাওঃ আহছান উলাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলি, বীর মুক্তিযোদ্ধা আকের আলিসহ বহু শিক্ষক, মাওলানা, হাজী, ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।