এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার বড়দল সেতুর উপর আশাশুনি সীমান্ত ও পাইকগাছা সীমান্তে খুলনা জেলা পুলিশ সুপার মতবিনিময় করেছেন। শনিবার বিকালে সেতুর উপর এ আকস্মিক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। খুলনা জেলা পুলিশ সুপার মোরঃ মাহবুব হাসান (বিপিএম) বিকাল ৪.৩০ টার দিকে বড়দল সেতুর উপর পৌছান। এসময় পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াছ, লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আরিফুজ্জামান তুহিন, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মাহবুব হাসান ইউপি চেয়ারম্যানদের সাথে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। আইন শৃংখলা রক্ষায় সজাগ থাকতে এবং যেকোন আইন শৃংখলা বিঘœতার লক্ষণ দেখলে পুলিশকে কনফার্ম করতে এবং পুলিশের পাশে থাকতে আহবান জানান তিনি। সেতুটি আশাশুনি ও পাইকগাছার পাশাপাশি অন্যান্য উপজেলার সংযোগ স্থল হিসাবে গুরুত্বপূর্ণ হওয়ায় অপরাধীরা এ সেতুটিকে নিরাপদ পথ হিসাবে বেছে নিয়ে থাকতে পারে। পুলিশ সর্বদা অপরাধী ও অপরাধ দমনে তৎপর রয়েছে। এব্যাপারে তিনি জন প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।