মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীতে জেলের বড়সিতে ধরা পড়লো ৮ কেজি ওজনের ভেটকি মাছ। গতকাল বিকালে মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল নিয়ম তান্ত্রিক হিসাবে বড়সিতে খাদ্য দিয়ে কপোতাক্ষের নদীতে মাছ শিকারের অভিযান শুরু করেন। ঠিক ঘন্টা না যেতেই ৮ কেজি ওজনের একটি ভেটকি জেলের বড়সিতে ধরা পড়ে। তবে একই এই মাছকে কোথাও কোথাও পাতাড়ি বলে বিবেচিত আছে। মাছটি তীরে নিয়ে আসার সাথে সাথে স্থানীয় উৎসুক মানুষেরা মাছটি দেখতে ভীড় জমায়। হত দরিদ্র জেলে মাছটি ধরতে পেরে খুশিতে মহান আলাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মাছটি প্রতি কেজি এক হাজার টাকা দরে আট হাজার টাকা বিক্রি হবে বলে ধারণা করছেন জেলে নুর ইসলাম মোড়ল, এবং মাছটি তাঁর তত্ত¡াবধানে রেখে আজ সকালে কোন এক মৎস্য সেটে বিক্রয় করবেন বলে জানান।