এফএনএস স্পোর্টস: মাঠ বা মাঠের বাইরে কোনো জায়গাতেই সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ানব তারকা নেইমারের। ইনজুরিতে পড়ে মাঠে নামতেই পারছেন না অনেকদিন হলো, এর মধ্যেই মাঠের বাইরে একের পর এক বিতর্কিত কান্ডের জন্ম দিয়ে চলেছেন নেইমার। নতুন করে নিজের বাড়ির জন্য জরিমানার মুখে পড়ছেন নেইমার। ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিওর নিকটে নতুন একটি বিলাসবহুল বাড়ি বানাচ্ছিলেন নেইমার। পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে নেইমারের সেই বাড়ির কাজের ওপরই নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়িটির কাজ বন্ধের পাশাপাশি আইন ভঙ্গ করা এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ি তৈরি করায় নেইমার ও তার বাবাকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নেইমার ও তার বাবার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে দল লাখ ইউএস ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। রিও ডি জেনেরিওর মেয়র অফিস থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত নেইমারের বিলাসবহুল বাড়িতে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় তাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাড়ী তৈরিতে নদীর পানি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া পরিবর্তন করা হচ্ছে নদীর পানির প্রবাহ। অনুমতি ছাড়াই বাড়ি তৈরিতে ব্যবহার করা হচ্ছে সৈকতের বালি। রিও ডি জেনেরিওর মেয়র অফিসে বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে নেইমারের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ। সবগুলো অভিযোগ পূর্ণাঙ্গ মূল্যায়নের পরই নেইমারের বিরুদ্ধে চ‚ড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।