দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার ভগবান যশোমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভগবানযশোমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক সভাপতি পরিমল কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ,প্রধান শিক্ষক শোয়েব আলী,ওয়ার্ড আ,লীগের সভাপতি আছান আলী শাহ, সাধারণ সম্পাদক অশোক কুমার ঢালী,প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান ও নুরুজ্জামান পাড়।