দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার ভগবান যশোমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১২ টার নির্মাণ কাজের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত অন্যান্য মধ্যে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার একে,এম মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, মহিলা ইউপি সদস্যা রোজিনা আক্তার, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি পরিমল কুমার ঢালী, ওয়ার্ড আ,লীগের সভাপতি আছান আলী শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়েব আলী,প্রফেসর আমজেদ হোসেন, নুরুজ্জামান পাড়, প্রমুখ। জানা গেছে, উপজেলার ভগবান যশোমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ হবে ৪ তলা ফাউন্ডেশন দিয়ে। দুইতলা ভবনের নির্মাণ কাজ শেষ করা হবে। ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২১ লক্ষ ১১ হাজার ৯২৩ টাকা। এসময় ম্যানেজিং কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।